,

ঈদ উল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০ টি টমটমকে জরিমানা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবালের নেতৃত্বে একটি মনিটরিং টিম শহরে ঝটিকা অভিযান পরিচালনা করে। নিয়ম শৃংখলা ভঙ্গ করায় এ অভিযানে ৩০ টি টমটমকে জরিমানা করা হয়। নির্ধারিত স্থানে টমটম পার্কিং করার জন্য পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবকগন শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। পৌর এলাকায় যানজট নিরসনে পৌরসভার উদ্যোগের অংশ হিসেবে শনিবার কোর্টষ্টেশনের চাষীবাজার সংলগ্ন স্থানে টমটম ষ্ট্যান্ড চালু করা হয়েছে। পৌরসভা কর্তৃক ইটসলিং সম্পন্ন করে এই ষ্ট্যান্ড চালু করা হয়। শহরে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। ব্যাটারী চালিত টমটম যাতে যত্রতত্র পার্কিং না করে, ধারনক্ষমতার অধিক যাত্রী বহন না করে এবং যাত্রী সাধারনের সাথে অসৌজন্যমুলক আচরণ না করা হয় সে জন্য মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধূরী বলেন, শহরের যানজট নিরসন কল্পে পৌরনাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পৌরসভার এই কার্যক্রম অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর