,

যৌতুক মামলায় জুলহাস মিয়ার ৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : যৌতুক ও নির্যাতনের মামলায় জুলহাস মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বিজ্ঞ জেলা জজ এসএম নাছিম রেজা। গতকাল রবিবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। সেই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
পেশকার মোঃ ফজলু মিয়া জানান, মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের সুরুজ আলীর কন্যা করিমা আক্তারকে বিয়ে দেয়া হয় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাওয়াতলি গ্রামের নজরুল ইসলামের পুত্র জুলহাঁস মিয়ার নিকট। ২০১৯ সালের ২০ মার্চ ১ লাখ টাকা যৌতুকের জন্য তাকে মারপিট করে জুলহাস ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় করিমা আক্তার মামলা করলে স্বাক্ষি প্রমাণ শেষে এ দণ্ডাদেশ দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর