,

আহম্মদাবাদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ; চুনারুঘাট উপজেলায় পবিত্র ইদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হতদরিদ্র, দুস্থ-অসহায়দের জন্য খাদ্য ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করো চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ এসব চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন, আজিজুল হক নাসির, এম এস জিলানী আখনজী, আব্দুল জাহির মিয়া, ইউপি সচিব সঞ্জয় দাশ, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ছমির হোসেন সামী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রউফ, আব্দুস সত্তার মোল্লা, মোঃ আব্বাস উল্লাহ, মোঃ আবজাল মিয়া, শামিম আহমেদ, মোঃ মাসুক ভূইঁয়া, শমিরন তাঁতী, মাখন গোস্বামী, রতন মুন্ডা ও মহিলা ইউপি সদস্য মোছাঃ নাসিমা আক্তার, মোছাঃ মমিনা খাতুন, রিয়া ঝরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লোখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহয়তা কর্মসূচীর আওতায় আজ আহম্মদাবাদ ইউপির ১৫ শত ৫০ জনকে চাল প্রদান করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন পলাশ বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চান না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। এবং আমাকে ২নং আহম্মদাবাদ ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিবেন।


     এই বিভাগের আরো খবর