,

নবীগঞ্জের সমরগাঁওয়ে শবে কদরের রাতে মাইকে যিকির নিয়ে হামলা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত বৃহস্পতিবার ২০ এপ্রিল দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্টায় নবীগঞ্জের সমরগাঁওয়ে শবে কদরের রাতে মাইকে যিকির করায় হামলা শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানীকর বটে। প্রকৃত ঘটনা হচ্ছে- গত মঙ্গলবার ১৮ এপ্রিল শবে কদরের রাতে সমরগাঁও মসজিদে তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের গ্রামের পাতা মিয়া, জয়নাল মিয়া (উজা), রোমন মিয়া গং হদ্দিস আলীর ছেলে রুবেল মিয়ার উপর অতর্কিত হামলা করে। পরে এ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষবাধে। এতে আবরুছ মিয়া (৫০), ফয়জুর রহমান (১৯), হদ্দিস আলী (৬০), তাজ উদ্দিন (২২), মোজাহিদ (১৮) আহত হলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এসময় গুরুত্বর আহত ফয়জুর রহমান (১৯)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ওইদিন গত মঙ্গলবার ১৮ এপ্রিল শবে কদরের রাতেই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকার, ইউপি সদস্য মনু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দাল মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ওই ঘটনায় আরমান উল্লা, শাহিদ মিয়ার বাড়ীঘর ভাংচুর করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ২০ এপ্রিল সকালে নবীগঞ্জ থানার গোলঘরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, সেকেন্ড অফিসার স্বপন সরকার, ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী শরিয়ত আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়। তাই সংগত কারণে আমরা ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
মোঃ সাজ্জাদুর রহমান
পিতা- জয়নাল আবেদিন
মোঃ রুবেল মিয়া
পিতা- হদ্দিস আলী
উভয় সাং সমরগাঁও, ৭নং ওয়ার্ড, ৬নং কুর্শি ইউ.পি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর