,

আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে এমপি আবু জাহির এর অনুদান ঘোষণা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাক আশ্রয়ন প্রকল্পে মসজিদ নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বিকেলে আশ্রয়ণ প্রকল্পে ৬৩ লাখ টাকা ব্যয়ে ইট সলিং করা রাস্তার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এমপি আবু জাহির বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের সন্তানও মা-বাবাকে ভাত দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অবহেলিত মানুষদের মুখে ভাত না দিয়ে নিজে ভাত খান না। তাদের সুবিধার জন্য প্রধানমন্ত্রীর এত আয়োজন। তিনি ভূমি ও গৃহহীন মানুষকে মাথা গোঁজার ঠাই দিয়ে পৃথিবীতে অনন্য নজির স্থাপন করেছেন।
এই ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রীর নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি আবু জাহির। এ সময় উপস্থিত আশ্রয়ণ প্রকল্পের ১৫০টি ঘরের বাসিন্দা নারী-পুরুষ আজীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আলোচনা সভায় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ সেবুল আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলী নূর, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, নুরুজ্জামান চৌধুরী, জাকারিয়া চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর