,

পাইকপাড়ায় কৃষকের বাড়িতে আগুন :: ২ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে গিয়াস উদ্দিন নামে এক কৃষকের বাড়িতে প্রতিপক্ষ আগুন দিয়েছে। আগুনে ওই পরিবারের লোকজন বেঁচে গেলেও আসবাবপত্রসহ গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আতংক দেখা দিয়েছে।
জানা যায়, ওই গ্রামের মৃত আবু মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, তার স্ত্রী, ৪ সন্তান নিয়ে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাহাবুদ্দিনের সাথে তার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ২ মে গভীর রাতে সাহাবুদ্দিন ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন তার বসতবাড়িতে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ¦লে উঠলে গিয়াস উদ্দিন তার স্ত্রী ফাতেমা বেগম তাদের ৪ সন্তানকে নিয়ে বেরিয়ে গেলেও ঘরে থাকা হাঁস মুরগি, কবুতর, ছাগল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
লোকজন আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নতুবা ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। বিষয়টি মেম্বার তারা মিয়াসহ মুরুব্বিরা অবগত রয়েছেন। এদিকে এ ঘটনার পর তাদেরকে মামলা মোকদ্দমা না করার জন্য সাহাবুদ্দিন ও তার পরিবারের লোকজন হুমকি দিচ্ছে।


     এই বিভাগের আরো খবর