,

বাহুবলে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ২২ মে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ্র পরিচালনায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন বলেন, স্মার্ট ভূমিসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, সরকার জনগণের সুবিধার্থে অনলাইন সেবা চালু করেছে। এখন অনলাইনের মাধ্যমে কোন ভোগান্তি চারাই ঘরে বসেও ভূমিসেবা গ্রহণ করা সম্ভব। উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে।


     এই বিভাগের আরো খবর