,

বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

এস এম খোকন : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে সকাল ৯:১০ মিনিটে শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯ ঘটিকায় কুইজ প্রতিযোগিতা ও সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা প্রেসকাব সভাপতি এস এম খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ছাত্রনেতা এজেডএম উজ্জল প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর