,

শায়েস্তাগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ব্যবসায়ীকে ৩ বছরের কারাদন্ড কারাদন্ড

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় মাসুম পারভেজ সুমন (৩০) নামের এক ব্যবসায়ীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা জজ এসএম নাসিম রেজা। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের লাল মিয়ার কন্যা শিরীন আক্তার (২৫) কে বিয়ে করে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত সফিক মিয়া মাষ্টারের পুত্র সুমন (৩০)। এক পর্যায়ে তাদের কোলজুড়ে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। গত ২০১৭ সালের ৫ মার্চ যৌতুকের টাকার জন্য শিরীন আক্তারকে মারপিট করে সুমন।
এর প্রেক্ষিতে একই বছরের ২৭ মার্চ শিরীন আক্তার বাদি হয়ে মাসুদ পারভেজ সুমন সহ বেশ কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রেক্ষতে আসামি সুমন গ্রেফতার হয়ে জামিন লাভ করেন। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় দেন। এ সময় আসামি সুমন পলাতক ছিল। পেশকার আরও জানান, সুমনের নামে সাজা পরোয়ানা ইস্যু হবে।


     এই বিভাগের আরো খবর