,

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা :: আদালতের এফআইআর এর আদেশ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে লন্ডন প্রবাসী আবু তাহের এর ভাগ্নে হামলায় গুরুতর আহত আবু জাফর সিদ্দিকী অপু বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামের লন্ডন প্রবাসী আবু তাহেরের বাড়ীতে বসবাস করে আসছেন তার ভাগ্নে আবু জাফর সিদ্দিকী অপু। তার মামা লন্ডন প্রবাসী আবু তাহেরের সাথে অপর মামা নাজিমুল হক ওরফে তসুদ মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। কিছুদিন পূর্বে আবু তাহের তার স্ত্রীকে নিয়ে দেশে আসেন। বিষয়টি জানতে পেরে নাজিমুল হক ওরফে তসুদ মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে টহল ও হুমকি-ধামকি দিয়ে আসছিলেন এবং সম্পত্তি জোরপূর্বক দখল ও জমিতে বাউন্ডারী নির্মাণের পায়তারা করেন। গত শনিবার ১০ জুন আবু তাহের তার স্ত্রীকে নিয়ে দৌলতপুর গ্রামে অবস্থান করলে বিষয়টি জানতে পারে নাজিমুল হক। এ সুযোগে সে ওই দিন ভোর সাড়ে ৪ টায় লোকজন নিয়ে বাড়িটি ঘেরাও করে। এক পর্যায়ে তারা বাউন্ডারী ভেঙ্গে ও ঘরের গ্রীল কেটে বসত ঘরে প্রবেশ করে। এ সময় আবু জাফর সিদ্দিকী অপুসহ ঘরে থাকা লোকজনকে তারা অস্ত্র নিয়ে জিম্মি করে ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় গুরুতর জখম হন অপু, হোসাইন মিয়া ও রিয়াদ মিয়া। হামলাকারীরা আবু তাহেরের সিন্দুকে রাখা ৩ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজ লুট করে নিয়ে যায় এবং বাড়ির বাউন্ডারী ওয়াল, গ্রীল, দরজা ও জানালার থাই গ্লাস, ঘরের রেলিংসহ আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি করে। লন্ডন প্রবাসী আবু তাহেরকে ফোনে অপু ঘটনা জানালে আবু তাহেরের স্ত্রী রুপা বক্স ৯৯৯ এ ফোন করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ৩ জনকে উদ্ধার করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে। আহতরা হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


     এই বিভাগের আরো খবর