,

ইজ্জত রক্ষায় প্রবাসীর ওপর তীর নিক্ষেপ :: চুনারুঘাটের আহত জাহাঙ্গীর আইসিউতে

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউয়িনের বাসুল্লা গ্রামে তীরবিদ্ধ সৌদি প্রবাসী জাহাঙ্গীর মিয়া (৪০) এর অবস্থা সংকটাপন্ন। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে তিনি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে।
কেউ বলছেন, পরকীয়া, আবার কেউ বলছেন, ইজ্জত রক্ষা করতে গিয়ে এক নারী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। কারণ এক নারী ভিডিও বার্তায় তা স্বীকারও করেছেন। তবে পুলিশ বলছে, ভিন্ন ভিন্ন খবর মিলেছে। তদন্ত চলছে। এরপর বিস্তারিত জানানো হবে।
জানা যায়, ওই গ্রামের কাজী ময়না মিয়ার পুত্র সৌদি প্রবাসী জাহাঙ্গীর মিয়া গত রবিবার রাত ৮টার দিকে ওই গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির সামনের সড়কে পেটে তীরবিদ্ধ হয়ে পড়ে থাকলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়। তবে ওই গ্রামের বাচ্চু মিয়ার কন্যা সুলতানা আক্তার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, জাহাঙ্গীর প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ওই নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এ সময় ওই নারীর শিশু বাচ্চা পাশে ছিলো। ওই নারী চিৎকার শুরু করলে মেয়ের ইজ্জত রক্ষায় বাচ্চু মিয়া তাকে তীর নিক্ষেপ করেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তবে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, সবকিছু নিয়েই তদন্ত চলছে। তিনি এখন কিছু বলতে চাননি। তবে তদন্তের পর বিস্তারিত জানাবেন।


     এই বিভাগের আরো খবর