,

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে কেয়া চৌধুরী

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জান চৌধুরীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জুন) হাউজিং স্টেট, মনিপুরী পাড়া ও দক্ষিণ সুরমা, শিববাড়ী প্রমুখ এলাকায় প্রচারণা চালানো হয়।
নৌকার প্রচারণায় সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, নবীগজ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সেক্রেটারী সৈয়দ জাহির, সিলেট মহিলা আওয়ামী লীগ নেত্রী সাকিরা আক্তার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লিগের সাধারণ সম্পাদক আক্কাস আলী। আরো উপস্থিত ছিলেন মহালক্ষী সেন্টার কমিটির আহবায়ক বদরুজ্জামান শিশু, যুগ্ম আহবায়ক মনসুর আলী, যুগ্ম আহবায়ক মাক্কু আহমদ, সদস্য আপ্তাবুল কামাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নাঈম ইসলাম, শেখ মারুফসহ প্রমুখ।
আসন্ন সিলেট সিটি নির্বাচন প্রসঙ্গে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা এই সিলেট কে নিয়ে স্বপ্ন দেখেন, আমাদেরকে নিয়েও স্বপ্ন দেখেন। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনার স্বপ্নের সিলেট গড়তে হলে তার মনোনীত ব্যক্তিকে বিজয়ী করতে হবে।
নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারে উন্নয়নচিত্র প্রচারের আহŸান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ঐক্য বজায় রাখতে হবে। নৌকার যেন বিজয় হয় সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমরা যে উন্নয়ন গুলো করেছি, সেটা গ্রামগঞ্জে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আপনাদের প্রত্যেককে এখন থেকে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।’


     এই বিভাগের আরো খবর