,

বন্ধ হয়ে গেছে হবিগঞ্জ শিল্প ও পণ্য মেলা :: শেষ দিনে ড্র না দেয়ায় ক্ষোভ

জুয়েল চৌধুরী : বহুল সমালোচিত ও বিতর্কিত হবিগঞ্জ শিল্প ও পণ্য মেলা বন্ধ হয়েছে। তবে দর্শনার্থীদের অভিযোগ, মেলায় বিক্রি হওয়া প্রবেশের টিকেটের ড্র না দিয়েই মেলা কমিটি সটকে পড়েছে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, গত ২৩ মে থেকে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে হবিগঞ্জ শিল্প ও পণ্য মেলা শুরু হয়। এর কয়েকদিন পর থেকে প্রতিদিন উঠাও বচ্চা নামে লটারী বিক্রি করা হয়। যা বিতর্কের জন্ম দিলে ১৩ দিনের মাথায় জেলা প্রশাসক বন্ধ করে দেন। এতে সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এক পর্যায়ে গত ২২ জুন মেলা বন্ধ করার নির্দেশ দেন জেলা প্রশাসক। এ খবর শুনার পর মেলায় আসা শতাধিক স্টল মালিকরা জানান, লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টল দিয়েছেন। যা লাভ হবার হয়েছে মেলা কর্তৃপক্ষের। আমাদের চালান উঠানোই এখন দায় হয়ে পড়েছে।
এদিকে দর্শনার্থীদের অভিযোগ : বিতর্কিত উঠাও বাচ্চা লটারী বন্ধ হলেও নিয়ম অনুযায়ী গেইট ফি’র টিকেট দিয়ে মেলার শেষদিন ড্র দেয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ ড্র না দিয়ে মেলা বন্ধ করে চলে যায়। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর