,

সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাহুবলে এনা ও হাইসের সংঘর্ষে শিশুসহ আহত ১২

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে এনা পরিবহন ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলা সহ ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী শিশু সহ ৩ জনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের থেকে ১৭/১৮ জন লোক একটি হাইস গাড়ি নিয়ে সিলেট শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করতে যান। তারা বৃহস্পতিবার ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য রওয়ানা হন। বিকাল সাড়ে ৬ টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারে আসলে সিলেটগামী এনা পরিবহনের সাথে হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাইসে থাকা নারী শিশু সহ ১০/১২ জন আহত হয়।পথচারী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাকিব মিয়া (১৮) এক নারী ও এক শিশুর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।অন্যান্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর