,

ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা

স্টাফ রিপোর্টার : বৃষ্টির কারনে স্থগিত থাকার পর আবারো পৌরসভার উত্তরকুল ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার সকাল থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের দিকনির্দেশনায় ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারন কাজ শুরু হয়। একই সাথে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উত্তরকুলের রাস্তা মেরামতের কাজ অব্যাহত রেখেছে হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ। বিগত কিছুদিনের বৃষ্টিতে ওই রাস্তার ব্যাপক ক্ষতি হয়। হবিগঞ্জ পৌরসভার বর্জ্যবাহী ডাম্প ট্রাক উত্তরকুল ডাম্পিং স্টেশনের পৌছুতে পারেনি। ফলে শহরের বাইপাস রোড সংলগ্ন পৌরসভার সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, এসটিএস-এ বর্জ্য জমা হয়ে যায়। শুক্রবার সকালে মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সরেজমিন পরিদর্শন করে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত টিমের সমন্বয় করেন।


     এই বিভাগের আরো খবর