,

পুটিজুরীর কল্যাণপুর কল্যান ও সেবায় ভরে ওঠুক- কেয়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কল্যানপুর, গ্রামে উঠান সভায় অংশগ্রহণ করতে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কল্যাণপুর গ্রামে গেলে গতকাল বুধবার এক জনসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি বাদশা মিয়ার বাড়ির উঠান বৈঠক নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, যুবক সবাই মূল সড়ক হতে কেয়া চৌধুরীকে এগিয়ে নিয়ে যান। বাহুবল ১৭ গ্রামের সভাপতি বিশিষ্ট মুরুব্বী ইয়াকুব মালদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগে সহ-সভাপতি আউয়াল মিয়া, কল্যাণপুর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন তালুকদার, ইউনিযন আওয়ামীলীগের প্রচার সম্পাদক পারুল মিয়া, সদস্য ও বর্তমান মেম্বার আকলাছ মিয়া, ওয়ার্ড আওয়ামী সদস্য ভবানীপুর একতা যুব সংগঠনের সভাপতি ফিরুজ মিয়া, বিশিষ্ট মুরুব্বি আঃ সাওার, জাবেদ আলী, খলিল মিয়া, হিরা মিয়া, গিয়াসউদ্দিন, অর্জুন পাল, প্ররিতুস পাল, মানিকদাস, জমির আলী, ডাঃ হারুন মিয়া, ফজর আলী প্রমূখ। সভাটি এখলাস মিয়ার তত্বাবধানে প্রচার সম্পাদক পারুল পরিচলালনা করেন।
সভার শেষে আমাতুল কিবরিয়া তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও এর ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্ববহন করে বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট হত্যাকারীরা কেবল বঙ্গবন্ধুকেই নয়, আমাদের জাতীয় সত্তাকে হত্যা করা হয়েছিলো। কিন্তু, সত্য সবসময় প্রকাশমান। সত্যই ঠিকে থাকে। তাই আমরা যেন সাময়িক মিথ্যায় বিভ্রান্ত না হই। আওয়ামীলীগের সাথেই যেনো থাকি। নেত্রী শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখি।
অনুষ্টান শেষে গ্রামের নারীরা এখলাস মেম্বরের বাড়িতে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। তারা তাদের হাতে রান্না করা খাবার পরিবেশন করলে কেয়া চৌধুরী সহ সকল মুরুব্বিয়ানারা অপ্যায়ন গ্রহণ করে। অনুষ্ঠান স্থল হতে কেয়া চৌধুরী পুটিজুরী ইউনিয়নের প্রবানী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সামসূ মিয়াকে দেখতে যান।


     এই বিভাগের আরো খবর