,

শায়েস্তাগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসর :: বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় ক্যাসিনো জুয়ার আসর জমে উঠেছে। রেলের পরিত্যক্ত ভবন দখল করে দোকানের আড়ালে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লুডু, কেরাম, ঘাপলা ও অনলাইনের মাধ্যমে জুয়ার আসর বসে। যার ফলে এলাকায় গত মাস খানেক ধরে চুরি, ছিনতাই ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা দাবি করছেন।
স্থানীয়রা জানান, স্টেশনের পরিত্যক্ত নিরাপত্তা অফিসের সামনে চায়ের দোকানে নিজগাঁও এবং রেল পার্কিংয়ের চায়ের দোকানে জুয়ার আসর বসে। পাশাপাশি দাউদনগর এলাকায় পুলিশের এক সোর্সের বাড়িতে গভীর রাত পর্যন্ত ওয়ানটেনের আসর বসানো হয়। বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে যোগ দেয়। এ ছাড়াও শায়েস্তাগঞ্জ কাশিপুর, ড্রাইভার বাজার, রেল কলোনীর দিঘীর পাড়, জামতলাসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে গভীর রাত অবধি জুয়ার আসর বসে। পাশাপাশি মাদকসেবনও চলে। যার ফলে অপরাধমূলক কর্মকান্ডসহ সন্ধ্যার পর জংশনে আগত যাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, কতিপয় অসাধু পুলিশের সদস্যদের মাসোয়ারা দিয়েই এসব করা হচ্ছে। সম্প্রতি এসব এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৯ বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করে কোর্টে প্রেরণ করে। কিন্তু জুয়া আইন জটিল না হওয়ায় আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসবে জড়িয়ে পড়ে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শায়েস্তাগঞ্জবাসী।


     এই বিভাগের আরো খবর