,

শায়েস্তাগঞ্জে একরাতে সাংবাদিক  ডাক্তার সহ ১০টি বাসা স্প্রে নিক্ষেপ

স্টাফ রিপোর্টার : এবার স্প্রে পার্টির কবলে পড়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডাক্তারসহ ১০ বাসার লোকজন। স্প্রে নিক্ষেপের ফলে ওই সব বাসার অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়দের দাবি পুলিশ আদৌ এর রহস্য উদঘাটন করতে পারেনি। এ যেনো চোর পুলিশ খেলা শুরু হয়েছে। একের পর এক স্প্রে নিক্ষেপ, আবার কোনো কোনো এলাকায় ছিনতাই হচ্ছে। শায়েস্তাগঞ্জবাসী প্রতিনিয়ত এমন ঘটনা ঘটায় আতংকে রয়েছেন। গত বুধবার রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, পুরান বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান, ডাক্তার মাসুক আলী, বিরামচরের জাবেদ মিয়া, আব্দুল কাদির ও উদয়ন আবাসিক এলাকার মওলানা আব্দুস সহিদের বাসাসহ প্রায় ১০টি বাসায় স্প্রে নিক্ষেপ করে চুরির চেষ্টা করা হয়। প্রত্যেক বাসার পরিবারের সদস্যরা বিষয়টি আচঁ করতে পেরে চিৎকার শুরু করলে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে কোনো কোনো বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানা গেছে। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জাবেদ মিয়ার স্ত্রী লিবনা বেগম (২৮), আব্দুল কাদিরের কন্যা রোজি (১০) ও ইসরাক (১০)। এ ছাড়াও আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেন টানা ৭ দিন ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। তারা এ বিষয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর