,

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

মাধবপুর প্রতিনিধি : “মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান, ওয়ালটন মাধবপুর প্লাজার ম্যানেজার আব্দুল বাছেদ, নোয়াপাড়া প্লাজার ম্যানেজার রফিকুল ইসলাম রেজা, অলিপুর প্লাজার ম্যানেজার মো. আমিনুল ইসলাম, অলিপুর প্লাজার ডেপুটি ম্যানেজার ইমদাদ খাঁন, ডেপুটি ম্যানেজার মাধবপুর ডিলার সুমেল মিয়াসহ অনেকেই। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতা মূলক প্লে কার্ড নিয়ে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে “তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে”, দিনে বা রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহারের অভ্যাস করতে হবে। লম্বা কাপড় পরিধান করতে হবে। কর্মস্থল পরিস্কার রাখতে হবে।


     এই বিভাগের আরো খবর