,

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহ ২০ নির্মাণ শ্রমিক আহত

শেখ জাহান রনি, মাধবপুর : হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় শ্রমিকবাহী ট্যাক্টর ও তেলের লড়ির সংঘর্ষে মহিলাসহ ২০ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানান- গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়ীয়া সুহিলপুর থেকে ২০/২৫ জন শ্রমিক মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে একটি বিল্ডিং এর ছাদ ঢালাই কাজে আসেন। কাজ শেষে ফেরার পথে রাত ৭টার দিকে উল্লেখিত এলাকায় তাদের বহনকারি ট্র্যাক্টরটিকে পিছন দিক থেকে একটি তেলের লড়ি ধাক্কা দিলে ট্র্যাক্টরটি উল্টে রাস্তার খাদে পড়ে যায় এতে মহিলা শ্রমিক সহ ২০ জন আহত হয়। পথচারিরা গুরুত্বর সোহেল মিয়া (৩০) লিটন মিয়া (৪০) মোজাম্মেল হোসেন (৩০) রুপা বেগম (২৬) ফালান মিয়া (৩৫) মহব্বত আলী (৬০) হোসনা বেগম (৪৪) মাহমুদা বেগম (৩৫) খাইরুল ইসলাম (৫০)কে মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর