,

আউশকান্দি ভৈরানন্দ মন্দিরে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শ্রী শ্রী ভৈরাবনন্দ মহাশক্তি দেবালয়ে মিঠাপুর আউশকান্দি সঈদপুর বাজার সেলুন সমিতির উদ্যোগে গত সোমবার রাতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে আরতি প্রতিযোগীতায় মন্দির কমিটির সভাপতি মিহির আচার্য্যের সভাপতিত্বে এবং শান্ত রবি দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি নুরুল হক, সনাতন সংঘের সহ-সভাপতি নিখিল ধর, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেব নাথ সুমন রায়, শিক্ষক রানু দাশ, সেলুন সমিতির পক্ষে ভোলন শীল, সজল চন্দ্র, প্রানকৃষ্ণ চন্দ, সুকুমার সরকার, নিরেশ কর, অরুন কর, শ্যামল চন্দ, অনকুল শীল, অমিত শীল, লিটন কর, বিষ্ণু বৈদ্য, রানা কর, রতন কর, মনাই কর, জগদীশ চন্দ, শিখন রবি দাস, সমিরন চন্দ, গৌরাঙ্গ রবি দাস রিপন কর, বাসু বৈদ্য, সুবীর বৈদ্য প্রমুখ। আরতি প্রতিযোগীতায় ১৮ জন অংশ গ্রহনকারীদের মাঝে ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, নবীগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম শহর। এখানে হিন্দু মুসলমান সবাবই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছেন।


     এই বিভাগের আরো খবর