,

শহরে স্বামী-সন্তান রেখে বাউল শিল্পী স্ত্রীর পলায়ন ॥ অভিযোগ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের মোহনপুরে বাউল শিল্পী স্ত্রীর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় সন্তানাদি রেখে তালাক দেয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। শুধু তাই নয়, পরকীয়া প্রেমিক ও লোকজনের হামলায় আনোয়ারপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র স্বামী আলী হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সদর মডেল থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৮/৯ বছর আগে রিচি গ্রামের জুলন মিয়ার কন্যা ফারজানা আক্তার (৩০) কে বিয়ে করে। এরপর তাদের কোলজুড়ে একটি মেয়ে ও দুইটি ছেলে সন্তান জন্ম নেয়। সে কিছুদিন ধরে বাউল গানে জড়িয়ে পড়ে। আলী হোসেনকে না জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতো। এ নিয়ে তাদের মাঝে বিবাদ হয়। সম্প্রতি বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামের আব্দুল কাদিরের পুত্র ফারুক মিয়া (২৫) এর সাথে সে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সে প্রায়ই ফারজানাকে নিয়ে বাউল গানে যেতো এবং অবাধ মেলামেশা করে। এতে আলী হোসেন প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে ফারুকের কু-প্ররোচনায় ফারজানা আক্তার স্বামী আলী হোসেনকে তালাক দিয়ে মেয়েকে রেখে ছেলে সন্তানদের নিয়ে চলে যায়। এতে আলী হোসেন প্রতিবাদ করলে তারা আরও ক্ষিপ্ত হয়। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে বাচ্চাদের দেখতে ফারজানার ভাড়াটিয়া বাসায় যায় আলী হোসেন। এক পর্যায়ে তার পরকিয়া প্রেমিক ফারুকসহ কয়েকজন আলী হোসেনকে মারধোর করে তাড়িয়ে দেয়। এ সময় তার সাথে টাকা ও মোবাইল রেখে দেয়। এ ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর