,

নবীগঞ্জে অস্ত্র দেখিয়ে দোকান থেকে ৩ লক্ষ টাকা ছিনতাই :: গাছ কর্তন :: থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে অস্ত্র দেখিয়ে পোল্টি ফার্ম থেকে ৩ লক্ষ টাকা ছিনতাই, পোল্টি ফার্ম দখলের চেষ্টা ও জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী শাহ শোয়েব আলী একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র শাহ মুহিন সৈকতের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শাহ মুহিন সৈকত বেশ কয়েকজন লোক নিয়ে শাহ শোয়েব আলীর বাড়িতে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৫টি দেশী সেগুন গাছ কেটে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে শাহ মুহিন সৈকত শাহ শোয়েব আলীর মালীকানাধীন শাহী পোল্ট্রি এন্ড ফিডে গিয়ে ম্যানেজারসহ কয়েকজনকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে দোকানে থাকা মোরগ বিক্রয়ের ৬ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা নিয়ে যায়। ভয়ে দোকানের লোকজন শোর-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দোকান দখল ও শোয়েব আলীকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে মুহিন সৈকত আবারও শোয়েব আলীর পোল্ট্রি ফার্মে গিয়ে দোকানের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে দোকান দখলের চেষ্টা করে। দোকানের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মুহিন সৈকত হুমকি দিয়ে চলে যায়।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপলার বাজার ফাড়িঁর এস.আই স্বাধীন চন্দ্র তালুকদার। তিনি বলেন, দু-পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ চলছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।
অভিযোগকারী শোয়েব আলী জানান, তাদের এমন কর্মকান্ড এবং হুমকীতে আমি এবং আমার পরিবার আতংকিত। যেকোন সময় তাদের দ্বারা আমাদের যেকোন ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আমরা প্রশাসনের সম্মুখীন হয়েছি।


     এই বিভাগের আরো খবর