,

গউছের কারাভোগের ১৪শ দিন ১০৮ আইনজীবির মুক্তির দাবী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় ১৪শ দিন কারাভোগ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জ কারাগারে বন্দি আলহাজ্ব জি কে গউছের কারাভোগের ১৪শ দিন পূর্ণ হয়।
এদিকে আলহাজ্ব জি কে গউছের কারাভোগের ১৪শ তম দিনে তার মুক্তির দাবী জানিয়েছেন হবিগঞ্জের ১০৮ জন আইনজীবি। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে আইনজীবিরা বলেন ২০১৫ সালে একটি মামলায় হবিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জি কে গউছ। এই বছরের ১৮ জুলাই কারাগারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে নিজ কক্ষে যাওয়ার পথে জি কে গউছকে প্রাণে হত্যা উদ্দেশ্যে ছুরিকাঘাত করে একাধিক খুনের মামলার আসামী যুবলীগ কর্মী ইলিয়াছ। এই ঘটনায় তৎকালীন জেলার মোঃ শামীম ইকবাল বাদী হয়ে হামলাকারী ইলিয়াছকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ইলিয়াছের দেড় বছরের কারাদন্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারিক আদালত।
একই ঘটনায় হবিগঞ্জ সদর থানার তৎকালিন এসআই ছানা উল্লা বাদী হয়ে সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও মনগড়া অভিযোগ এনে জি কে গউছসহ ৫ জনকে আসামী করে আরও একটি মামলা দায়ের করেন।
একই ঘটনায় দুইটি মামলা দায়ের এবং একটিতে জি কে গউছকে আসামী করার উদ্দেশ্য ছিল রাজনৈতিক এবং ব্যক্তি বিশেষের অভিপ্রায়। রাজনৈতিক প্রতিহিংসার শৃংখলে বন্দি জি কে গউছকে রাজনৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করা যাবে না। তিনি জনগনের হৃদয়ে আছেন এবং থাকবেন।
আমরা স্বাক্ষরকারী আইনজীবিগণ জি কে গউছের মুক্তির দাবী জানাচ্ছি এবং জনতার গউছকে অবিলম্বে মুক্তি দিয়ে জনতার মাঝে ফিরিয়ে দিন। অন্যথায় হবিগঞ্জবাসীকে নিয়ে জি কে গউছের মুক্তির দাবীতে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
বিবৃতিদাতারা হলেন- এড. খালিকুজ্জামান চৌধুরী, এড. শামসু মিয়া চৌধুরী, এড. মঞ্জুর উদ্দিন শাহিন, এড. আফতাব উদ্দিন, এড. বদরু মিয়া, এড. হাজী নুরুল ইসলাম, এড. এস এম বজলুর রহমান, এড. মোহাম্মদ শামসুল হক, এড. মোঃ আব্দুল হাই, এড. জমশেদ মিয়া, এড. আফজাল হোসেন, এড. রমিজ আলী, এড. মুদ্দত আহমেদ, এড. আব্দুস সবুর তরফদার, এড. কামাল উদ্দিন সেলিম, এড. আলহাজ্ব সরকার মোঃ শহিদ, এড.এস এম আলী আজগর, এড. মোজাম্মেল আহমেদ চৌধুরী, এড. আজিজুর রহমান, এড. ফারুক আহমেদ, এড. ইলিয়াছ আহমেদ, এড. সালাউদ্দিন হেলাল, এড. দেলোয়ার ফারুক, এড. সাইফুল ইসলাম, এড. আজিজুন্নেছা খাতুন, এড. জামাল আহমেদ, এড. জসিম উদ্দিন, এড. কুতুব উদ্দিন জুয়েল, এড. আবু তাহের মিয়া, এড. ফজলুল হক, এড. সুফি মিয়া, রেবেকা সুলতানা, এ জে জালাল আহমেদ, এড. সৈয়দ মোজাম্মিল আলী, এড. মইনুল হাসান, এড. হাবিবুর রহমান চৌধুরী, এড. তারেক রহমান শাওন, এড. একেএম বজলুল আমীন কাশেম, এড. মিজানুর রহমান খোকন, এড. আয়াতুল ইসলাম, এড. মশিউর রহমান চৌধুরী, এড. ফেরদৌস আলম চৌধুরী, এড. ইলিয়াছ মিয়া, এড. জিয়াউল হক জিয়া, এড. আব্দুল আহাদ, এড. মইনুল ইসলাম (আব্দুল হাই), এড. মীর সিরাজ আলী, এড. অলিউর রহমান, এড. আব্দুল কাইয়ুম, এড. সামছুল হক, এড. সকিনা আক্তার, এড. আব্দুল মান্নান, এড. গুলজার আহমেদ খান, এড. মিলন শাহ, এড. ইয়াকুব খান, এড. গিয়াস উদ্দিন চৌধুরী, এড. আবু বকর সিদ্দিক, এড. নুর এ হাসান, এড. আব্দুল আহাদ, এড. কামরুল হাসান চৌধুরী, এড. শাহ আঙ্গুর আলী, এড. ফারুক আহমেদ, এড. শেখ শরীফ উদ্দিন আহমেদ, এড. ফাতেমা ইয়াসমিন, এড. এম এ মজিদ, এড. ছামিউল আহমেদ খান, এড. মতিউর রহমান, এড. আজিদুর রহমান সজল, এ জেড এম নাসির উদ্দিন, এড. রহমতে এলাহী, এড. মাসুদ করিম আকঞ্জি, এড. টিপু চৌধুরী, এড. এনামুল হক সেলিম, এড. ফখরুদ্দিন, এড. সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, এড. মোঃ তজম্মুল হোসেন চৌধুরী, এড. হাবিবুর রহমান সওদাগর, এড. আফরোজ মিয়া, এড. রুকসানা জামান চৌধুরী, এড. মোজাম্মেল হক লিটন, এড. ফয়সাল আহমেদ চৌধুরী, এড. আইয়ুব আল আনসারী, এড. আজিজুল হক চৌধুরী, এড. শাহ মশিউর, এড. আশিক মিয়া, এড. সরফুল হুদা চৌধুরী খোকন, এড. শফিকুল ইসলাম, এড. মহিবুর রহমান বাহার, এড. আব্দুর রউফ, এড. মোঃ সুফি মিয়া, এড. আব্দুল মোতাব্বির, এড. রুনা বেগম, এড. ইউসুফ আলী, এড. নুসরাত ইসলাম, এড. আহাদ আলী মীর, এড. হাফিজুল ইসলাম, এড. মহিবুর রহমান, এড. ইয়ারুল ইসলাম, এড. শরিফ চৌধুরী, এড. শফিক মিয়া, এড. সরওয়ার রহমান চৌধুরী, এড. লেলিন উজ্জামান, এড. শাহ আসাদুজ্জামান, এড. আবুল ফজল, এড. আছকির উজ্জামান।


     এই বিভাগের আরো খবর