,

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বাজারে পণ্য ওজনে কম দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে মাছ, মাংস, সবজিসহ বিভিন্ন পণ্য ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই ক্রেতা ও বিক্রেতাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একেতো পণ্যের দাম আকাশচুম্বি। অ ন্যদিকে কারচুপির অভিযোগ রয়েছে।
ডিজিটাল মেশিনে ওজন দেয়া হলেও তারা কৌশলে কেজিতে ১শ থেকে দেড়শ গ্রাম কম দিচ্ছে। কারণ হল, ডিজিটাল মেশিনে ওজন দেয়ার পর বন্ধ না করে পুনরায় ওজন দেয়ায় এমন হচ্ছে।
ক্রেতারা অভিযোগ করেন, শায়েস্তাগঞ্জ দাউদনগর, ড্রাইভার বাজার, পুরানবাজার, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজার, চৌধুরী বাজার, চাষি বাজার, বগলাবাজারসহ বিভিন্ন বাজারে মাছ মাংস, মোরগ, তরিতরকারি ছাড়াও বিভিন্ন পণ্য কেজিতে ১শ থেকে ১৫০ গ্রাম কম দিয়ে থাকেন। এ বিষয়ে তারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর