,

হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ :: কাজে লাগানোর দাবি

জুয়েল চৌধুরী : শহরের হাসপাতাল এলাকার প্রধান ফটক ও সার্কিট হাউজ এলাকার ফুটপাতের ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের প্রধান ফটক ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকার সড়ক দখল করে অবৈধভাবে চা স্টল ও ফলসহ বিভিন্ন দোকান দিয়ে ব্যবসা করছিলো কতিপয় ব্যবসায়ী। ফলে প্রধান সড়ক ও হাসপাতালে প্রবেশের সময় যানজট সৃষ্টি হতো। এ ছাড়া ওই সব দোকানে রাতের বেলা অপরাধীরা বসে আড্ডা দিতো। তাদেরকে ইতোপূর্বে একাধিকবার উচ্ছেদ করা হলেও তারা পুনরায় বসতো। সম্প্রতি এ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হলে বিষয়টি নজরে আসে পৌর ও জেলা প্রশাসনের। পতিত না রেখে কাজে লাগানোর দাবি এরই অংশ হিসেবে গতকাল উচ্ছেদ করা হয় তাদের। এদিকে পতিত না রেখে কাজে লাগানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর