,

‘পরীক্ষিত ষাঁড়’ তৈরি শিখতে বিদেশ যাওয়ার আবদার :: ব্যয় ২ কোটি

সময় ডেস্ক : দেশে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রুভেন বুল (প্রজননের জন্য পরীক্ষিত বা প্রমাণিত ষাঁড়) তৈরি প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। সেই প্রুভেন বুল তৈরি শিখতে বিদেশে প্রশিক্ষণ নিতে যেতে চান ২৪ জন কর্মকর্তা। এ খাতে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে এক কোটি ৯২ লাখ টাকা। ‘দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রুভেন বুল তৈরি’ প্রকল্পের আওতায় এই ব্যয় প্রস্তাব করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বিদেশে যাওয়া ছাড়াও অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবদ চাওয়া হয়েছে ১৫ কোটি ২৮ লাখ টাকা। এর আওতায় ৩৫ হাজার ৫৭২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে কোন দেশে যাওয়া হবে সেটা স্পষ্ট করা হয়নি। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবনা নিয়ে ১৬ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইস) সভা করবে পরিকল্পনা কমিশন। সভায় সার্বিক প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। পরিকল্পনা কমিশন জানায়, ইন্টারনেট বিল বাবদ ৯৭ লাখ, সেমিনার ও কর্মশালা বাবদ ৩৬ লাখ টাকা চাওয়া হয়েছে। মনোহারি বাবদ এক কোটি ৩৩ লাখ, সম্মানি ভাতা বাবদ চার কোটি ৮০ লাখ টাকা চাওয়া হয়েছে। সম্মানি দেওয়া হবে চার লাখ ৮০ হাজার জনকে। এছাড়া ১২ জনের পরামর্শক সেবা বাবদ চাওয়া হয়েছে ৩৬ লাখ টাকা। ১২শ ষাঁড় বাছুর সংগ্রহ করা হবে। এ খাতে ব্যয় ১৬ কোটি ২৫ লাখ টাকা। ৩২৩টি যানবাহন বাবদ তিন কোটি ৯৪ লাখ, ৩৭২টি আসবাবপত্র বাবদ ৩৮ লাখ টাকা চাওয়া হয়েছে। এসব খাতের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
প্রকল্পের মূল কার্যক্রম : আট বিভাগের ৬৪ জেলার সব উপজেলা থেকে গড় দুধ উৎপাদনের ওপর ভিত্তি করে দেশি-ফ্রিজিয়ান ও দেশি-শাহিওয়াল ক্রসব্রিড, রেড চিটাগং, পাবনা, মুন্সিগঞ্জ এবং নর্থবেঙ্গল গ্রে জাতসহ মোট ১২শ ষাঁড় সংগ্রহ করা হবে। এর মধ্যে থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নির্বাচন করা হবে ছয়শটি ক্যান্ডিডেট ষাঁড়। নির্বাচিত প্রতিটি ক্যান্ডিডেট ষাঁড় থেকে সিমেন সংগ্রহ করে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন করা হবে। ব্রিডিং ভ্যালুর ওপর ভিত্তি করে মূল্যায?িত ষাঁড়গুলোকে র‌্যাংকিং করে ঘোষণা করা হবে প্রুভেন ষাঁড় হিসেবে। প্রকল্পের আওতায় মোট ৩৪ হাজার ৩৭৫ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে সাড়ে সাত হাজার উচ্চ উৎপাদনশীল গাভি মালিককে এলিট গাভি ইনসেনটিভ দেওয়া হবে। প্রুভেন বুলের সিমেন ব্যবহারে উদ্বুদ্ধকরণ, টিকা, ওষুধ এবং প্রাণিখাদ্য কেনা হবে।


     এই বিভাগের আরো খবর