,

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে নবীগঞ্জ পৌরসভার মতবিনিময়

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক গতকাল সোমবার ১৬ অক্টোবর সকাল ১১টায় পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, পৌর নির্বাহী অফিসার মুহাম্মদ নূর আজম শরীফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি মৃণাল কান্তি রায় মিনু, এড. অলক কুমার রায়, নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া পূজা মন্ডপ কমিটির সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র ধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি বিকাশ চন্দ্র রায়, পৌর শাখার সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক প্রানেশ চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, অর্থ সম্পাদক চারু দেব, সুবল চন্দ্র দেব, গীতাপাঠক সঞ্জয় দাশ, অনুকূল দাশ, সুজিত পাল, দিপক পাল, নিতেশ দাশ, অপু রায়, সাবেক মেম্বার রসময় শীল, কিরণ সরকার, অর্জুন দাশ, তপন দাশ, জয়ন্ত দেব, পান্ডব দেব, রবীন্দ্র দাশ সেলাই প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা দাশ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, গৌতম পুরকায়স্থ, গৌর মনি সরকার, নারায়ণ দেব, তাপস দাশ, নেপাল চন্দ্র পাল, দীপক সরকার, রিপন সূত্রধর লিপ্টু, প্রশান্ত গুপ্ত খোকনসহ বিভিন্ন পূজামন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, সুধীবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সুশীল সমাজ সর্বোপরি বিভিন্ন পূজা মন্ডপের পূজারীবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাশেষে তিনি পৌরসভার পক্ষ থেকে অন্যান্য সহযোগিতার পাশাপাশি পৌরসভার প্রতিটি পূজামন্ডপের কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ১০০০০/- (দশ হাজার টাকা) করে অনুদান প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতাপাঠ করেন সঞ্জয় দাশ মহাশয়।


     এই বিভাগের আরো খবর