,

কেয়া চৌধুরী বীর মুক্তিযোদ্ধাদের গর্বিত সন্তান :: বীর মুক্তিযোদ্ধা তৈয়ব খান

নিজস্ব প্রতিনিধি : বত্রিশ জন বীর মুক্তিযোদ্ধার গ্রাম বাহুবল উপজেলার ভাদেস্বর ইউনিয়মের পূর্ব জয়পুর গ্রাম। আন্তরিক সহমর্মিতার বন্ধনে আবদ্ধ এই গ্রামটিতে বাহুবলের কৃতি সন্তান কেয়া চৌধুরীকে উষ্ণ ভালবাসায় সিক্ত করলেন বীর মুক্তিযোদ্ধাগণ। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব খানসহ অনেক বীর মুক্তিযোদ্ধারা কেয়া চৌধুরীকে ফুলের মালায় অভ্যর্থনা জানান। পূর্ব জয়পুর গ্রামের যুবক বৃদ্ধ সকল বয়সের নারী পুরুষ অংশ নেন গ্রামে আয়োজিত সভায়। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যোগে আওয়ামীলীগ সরকারের অর্থায়নে পূর্বজয়পুর গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে স্বরণ বেদী স্থাপন। পূর্ব জয়পুর গ্রামে মূল সড়ক হতে ঐতিহ্যবাহী সচী অঙ্গন মন্দীরের শেষ পর্যন্ত পাকা সড়ক নির্মান। প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র ও শহীদ মিনার সহ বিভিন্ন কাজের বিষয় তুলে ধরেন গ্রামবাসী।
সভার সভাপতিত্বে ছিলেন ভাদেস্বর ইউনিনয় আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট শালিস বিচারক আব্দুল হামিদ।
সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য স্বৃতিস্তম্ভ করেছেন। তিনি আমাদের কাছে গর্বিত সন্তান। তাকে ধরে রাখতে হবে। আমরা কেয়া চৌধুরীর পাশে সবসময় আছি। প্রধান অথিতির বক্তব্যে কেয়া চৌধুরী বলেন, আমি আপনাদের পাশে সবসময় আছি।


     এই বিভাগের আরো খবর