,

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : যানজট নিরসন এবং অবৈধ দোকানপাট উচ্ছেদে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান চালানো হয়েছে হবিগঞ্জ শহরে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনমুন নাহার আশার নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চলাকালে রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়। এ সময় দুইটি ফলের দোকান, দুইটি সবজির দোকান ও একটি রড সিমেন্টের দোকান হতে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এর আগে হবিগঞ্জ জেলা সদর হাসপতালের সামনে একটি ফার্মেসী হতে জরিমানা আদায় করা হয় ২ হাজার টাকা। অভিযানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। অভিযান চলাকালে মাইকে জানানো হয় অবেধ দোকানপাট নিজ দায়িত্বে সড়িয়ে না নিলে এবং ফুটপাতে জিনিসপত্র রাখলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, বুধবার বিকেলে মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে অনুরূপ অভিযান চালানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবারের অভিযানে মাইকে জানানো হয় এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর