,

শায়েস্তাগঞ্জ রেল কলোনীর শতাধিক পরিবার বিদ্যুতবিহীন :: চুরি করে লাইন সংযোগ নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ রেল কলোনীর প্রায় শতাধিক পরিবার বিদ্যুতবিহীন অন্ধকারে দিন কাটাচ্ছেন। এদিকে অনেকেই চোরাইভাবে সংযোগ নিয়ে বিদ্যুত ব্যবহার করছেন। অন্ধকার থাকায় নানা ভোগান্তিতে পড়েছে ওই সব পরিবারের সদস্যরা।
তারা অভিযোগ করেন, প্রতিমাসে রেলের কর্মকর্তাদের বাসা প্রতি বিদ্যুত বিল বাবদ ৫ শ থেকে হাজার টাকা দিয়ে থাকেন। তারপরও গত সোমবার দুপুরে আখাউড়া রেলওয়ের কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে নিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে বাধা দিলে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হলে ৫ জন আহত হয়। এর আগে রেলের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে রেলের কলোনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবারও বসতি গড়ে তোলা হয়। আর এসব স্থাপনাতেই দেয়া হয় অবৈধ বিদ্যুত সংযোগ।
এ বিষয়ে রেলের ্এক কর্মকর্তা জানান, অনেক বাসা-বাড়ি অবৈধ। আবার কিছু আছে স্টাফরা বাস করে। হঠাৎ করে বিদ্যুত বিচ্ছিন্ন করায় অবৈধদের পাশাপাশি বৈধরাও ভোগান্তিতে পড়েছেন। একদিকে বাচ্চাদের পড়ালেখা ও অন্যদিকে পানির সমস্যায় পড়তে হচ্ছে। তারা অচিরেই এর সমাধান চান।


     এই বিভাগের আরো খবর