,

প্রবাসে থেকেও মামলার আসামী মামুন অর রশিদ! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

বানিয়াচং প্রতিনিধি : রাজনীতির প্রতিহিংসার শিকার বটে। প্রবাসে থেকেও মামলার আসামী হওয়ায় এলাকার জনসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, সচেতন মহলে নানা প্রশ্ন!
জানা য়ায়, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের আব্দুর রউফ মিয়া’র পুত্র ইউকে প্রবাসী মোঃ মামুন অর রশিদ ২০২২ সালের জানুয়ারী মাসে ইউকে গমণ করেন। বিদেশ যাওয়ার পূর্বে দেশে থাকাকালীন অবস্থায় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলো। মোঃ মামুন অর রশিদ তৎকালীন ২২-০৫-২০২০ইং তারিখে খাগাউড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপি ওয়ার্ড কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক। বিদেশে থাকাকালীন অবস্থায় রাজনীতির প্রতিহিংসা বশতঃ তাকে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট দেখিয়ে ২৯-১০-২০২৩ইং তারিখে সকাল-সন্ধা হরতালের সমর্থনে বানিয়াচং উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচী পালন করেন। এরই প্রেক্ষিতে এদিন রাত সাড়ে ১২টার ঘটনা দেখিয়ে বানিয়াচং থানা পুলিশের এস আই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ৭০ জন এবং অজ্ঞাতনামা আরো ১০০/১২০ জন আসামী দিয়ে মামলা দায়ের করেন। বানিয়াচং থানার মামলা নং- ১১/১৬৬। বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর ধারায় বিগত ০১/১১/২০২৩ইং তারিখে তাজপুর গ্রামে পুলিশ আসামী গ্রেফতারের অভিযানে মোঃ মামুন অর রশিদ কে গ্রেফতারের জন্য তার বাড়িতে তল্লাশি করে। এতে মোঃ মামুন অর রশিদ কে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকে নানা হুমকি দেয়। এ ঘটনায় তার পরিবারবর্গ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার ধর্ণা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে জনমনে নানা ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার দমন নিপিড়নের স্ট্রীম রুলার চলছে বিএনপি নেতা-কর্মীদের উপর। গায়েবী মামলার চূড়ান্ত উদাহরণ হল ইংল্যান্ডে বসবাসকারী মোঃ মামুন অর রশিদকে এ মামলায় আসামী করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে।
মানবাধিকারকর্মী শিরীন বেগম বলেন, গণতান্ত্রিক এবং মানবাধিকারের পরিপন্থি কাজের নিন্দা জানাই।


     এই বিভাগের আরো খবর