,

হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ডাঃ এস.কে ঘোষ ও আরিফ প্রকাশ্যে ঘুরছে পুলিশ বলছে অচিরেই গ্রেফতার

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনালে দি জাপান হসপিটালের অপচিকিৎসার মামলায় কিছুদিন গা ঢাকা থাকার পর আবারও অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডাঃ এস কে ঘোষ ও তার সহযোগি ওই ক্লিনিকের চেয়ারম্যান আরিফুল ইসলাম। তারা গত দুই দিন ধরে বীরদর্পে ক্লিনিকে চিকিৎসা করে যাচ্ছেন। তবে পুলিশ বলছে, তদন্তকারী কর্মকর্তা ছুটিতে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
জানা যায়, বহুলা গ্রামের দরিদ্র নারী রহিমা খাতুন দালালের খপ্পড়ে দি জাপান হসপিটালে যাবার পর টিউমার অপারেশন করতে গিয়ে জরায়ূর নালী কাটাসহ কিডনি উধাও করেন ডাক্তার এস কে ঘোষ। এর পর সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মারা যান।
এ ঘটনায় তার চাচাতো ভাই মোঃ রহমত আলী বাদি হয়ে এস কে ঘোষ, আরিফুল ইসলাম আরিফ, সিদ্দিকী জনিসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত এফআইআরের নির্দেশ দেন। এরপর থেকে তারা আত্মগোপনে চলে যায়। সপ্তাহখানেক তারা আত্মগোপনে থাকার পর তারা আবারও শহরে আসে। আর এস কে ঘোষকে বিভিন্ন ক্লিনিকে সিজার করতে দেখা যায়। অনেকেই মনে করছেন, এজাহারভুক্ত আসামি শহরে কিভাবে ঘুরাফেরা করছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে।
সদর থানার ওসি জানিয়েছেন, যেহেতু এজাহারভুক্ত আসামি তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে।


     এই বিভাগের আরো খবর