,

মাধবপুরে গৃহবধু বন্যা নিহতের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিন্টু অধিকারী মাধবপুর : মাধবপুরে তেলিয়াপাড়া বন্যা আক্তার (১৬) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মাধবপুর উপজেলার স্কুলছাত্রী বন্যা আক্তার আত্মহত্যা ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে স্কুল ছাত্র/ছাত্রীরা ও মৃতের পরিবারগণ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় শাহজাহানপুর স্কুল থেকে র‌্যালী শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্কুল সকল ছাত্র/ছাত্রীরা ও এলাকাবাসীরা আত্মহত্যার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। বন্যা আক্তার উপজেলার বাগবাড়ী গ্রামের শানু মিয়ার মেয়ে এবং তেলিয়াপাড়া গ্রামের তামিম মিয়ার স্ত্রী। বন্যা ও তামিম শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী ছিল। তাদের মধ্যে ভালবাসা হলে তারা একে অপরে ৫ মাস আগে বিয়ে করে নিজ বাড়ীতে বসবাস করে আসত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০ টায় বন্যা আক্তার স্বামীর বাড়িতে শোবার ঘরে দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বামীর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বড় ভাই রেজাউল করিম জানান, তায়েব ও তার স্ত্রী ইমু, আমার বোন উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসত। তামিম আর তায়েব মধ্যে ঝগড়া সৃষ্টি সম্পতি নিয়ে, যখন তামীম সম্পতি দাবী করে তখন থেকে তামীম ও তামীম স্ত্রী বন্যা প্রতি শারীরিক মানসিকভাবে নির্যাতন করে আসত তায়েব ও তার স্ত্রী ইমু। বন্যার পরিবার জানান, বন্যার মৃত্যু আত্মহত্যা নয় সেটা একটা হত্যা করা হয়েছে। আসামীরা পলাতক তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাাবি জানান, মামলার তদন্ত কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এনে একটি মামলা দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর