,

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২৮টি বিদ্যালয় ভবন উদ্বোধন

এস এম খোকন : বানিয়াচংয়ে ২৮টি বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে একযোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয় ভবন গুলো উদ্বোধন করেন। মাধ্যমিক পর্যায়ের বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের লিফটসহ ৬ তলা ভবন উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয় ভবনে বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এড. আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) মোঃ কবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর, ইউজিডিপি অফিসার দেলোয়ার হোসেন, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান, আরফান উদ্দিন, আনুয়ার হোসেন, আওয়ামৗলীগ নেতা তজম্মুল হক চৌধুরী ও নজরুল ইসলাম, যুবলীগ নেতা ছায়েব আলী ও শাহজাহান মিয়া, মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া একই সময়ে মীরমহল্লা, জাতুকর্ণপাড়া, কাদিরগঞ্জ, নজরপুর, কদমতলী, কবিরপুর, আদাউড়া, তারাসই, শ্রীরামপুর, রায় মর্ধনপুর, নয়াবাদ চন্ডিপুর, নোয়াবাদ, নোয়াগাওঁ, মন্দরী, কাওড়াকান্দি, কিষ্ণনগর, কান্দিপাড়া, জয়তারা, হারুনী, জনতা, চৌধুরীপাড়া, চমকপুর, বড়ইউড়ি, বড়বাজার, বাগহাতা, আওয়াল মহল, এড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


     এই বিভাগের আরো খবর