,

লস্করপুর রেল লাইনের শিক খুলে নিয়ে যাচ্ছে একটি চক্র :: আটক ২

দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ-সিলেট রেল লাইনের লস্করপুর ব্রিজের পূর্বদিকে লাইনের শিক খুলে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে যে কোনো সময় রেল দূর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে কর্মচারী ও পুলিশ। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, একটি চক্র প্রায়ই শিক খুলে পাচার করছে। খবর পাওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ গিয়ে এগুলো মেরামত করে আসে। যার ফলে দুর্ঘটনা থেকে বেঁেচ যায় ট্রেন। গতকাল মঙ্গলবার দুপুরে একটি ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে যাবার সময় খবর পাওয়া যায় একটি চক্র ওই স্থান থেকে কৌশলে শিক খুলে নিয়ে যাচ্ছে। এ সময় ট্রেনটি স্টেশনে রেখে পুলিশ ও রেল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে শিকসহ দুইজনকে আটক করে। অন্যরা এসময় পালিয়ে যায়। আটকরা হল, লস্করপুর গ্রামের রায়হান মিয়া (১৯) ও গঙ্গানগর গ্রামের আকলিছ মিয়া (৪০)। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। রেল কর্মচারী কিম্মত আলী বাদি হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা করেছে। পুলিশ জানায়, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উদঘাটন হবে। পরে রেল চলাচল স্বাভাবিক হয়।


     এই বিভাগের আরো খবর