,

জংশনের বিশ্রামাগার বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি :: সমাধান হয়নি সিলেট লাইনে ট্রেন শিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার : সিলেটের সাথে ঢাকা, চট্টগ্রামের ট্রেনগুলোর শিডিউল বিপর্যয়ের বিষয়টি সমাধান হয়নি। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য যাত্রীরা শায়েস্তাগঞ্জ স্টেশনে অপেক্ষা করেন। প্রতিটি আন্তঃনগর ট্রেনই ২-৩ ঘণ্টা দেরি করে গন্তব্যে পৌঁছায়। তবে এর কোনো নির্দিষ্ট কারণ যাত্রীদের জানাতে পারছে না কর্তৃপক্ষ। বরাবরের মতো বলা হচ্ছে, লস্করপুর রাউতগাঁও রেল লাইনে শিডিউল বিপর্যস্ত হচ্ছে। অথচ ট্রেনের টিকেটে যথারীতি আগের সময় দেয়া থাকে। যে কারণে যাত্রীরা সময় মতো এসে ঘণ্টার পর ঘন্টা শায়েস্তাগঞ্জের প্লাটফর্মে অপেক্ষায় থাকেন। এ কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ রয়েছে, বিশ্রামাগারগুলো তালাবদ্ধ থাকে। এগুলো খুলে দেয়া হয় না।


     এই বিভাগের আরো খবর