,

নবীগঞ্জে টাকার বিনিময়ে সার্ভেয়ার হাবিবুর রহমানের তদন্ত রির্পোট :: অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ইং দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্টায় নবীগঞ্জে টাকার বিনিময়ে সার্ভেয়ার হাবিবুর রহমানের বিরুদ্ধে টাকার বিনিময়ে তদন্ত রির্পোট অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে- তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও কাল্পনিক বটে।
ঘটনা হচ্ছে- নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মোঃ ইয়াওর মিয়া তালুকদার গত ১৪ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি নিয়ে একই গ্রামের আব্দুর রউফ উরফে কনা মিয়া, মুজিবুর মিয়া, জিয়াউর রহমান, মুহিত মিয়া, আল আমিন ও নুরুল আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি নবীগঞ্জ থানার ওসিকে আইনশৃংখলা রক্ষার জন্য ও ভূমির প্রকৃত মালিক নির্ধারণের জন্য নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে আদেশ প্রদান করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদ্বয় সরজমিন তদন্ত করে মামলাটি প্রতিবেদনের জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ হাবিবুর রহমানকে দায়িত্ব দেন। এরই আলোকে সার্ভেয়ার হাবিবুর রহমান সরজমিনে গিয়ে তদন্ত করে মামলাটির প্রতিবেদন দেন। সংবাদে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সার্ভেয়ার মোটা অংকের টাকার বিনিময়ে রিপোর্ট দিয়েছেন তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সার্ভেয়ার হাবিবুর রহমানকে আমি বা আমরা কোন টাকা দেই নাই। সার্ভেয়ারের রিপোর্টটি সম্পূর্ন সত্য ও বাস্তব সম্মত। আমি ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
মোঃ জিয়াউর রহমান
পিতা-আঃ রউফ উরফে কনা মিয়া
গ্রাম- পাঞ্জারাই, ৭নং করগাঁও ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর