,

বিষাক্রান্ত রোগীকে প্রাইভেটে নিতে বাধা দেয়ায় দালালদের হামলা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্ন শিক্ষকদের সাধারণ সম্পাদক রাকিবের ওপর তুচ্ছ ঘটনা নিয়ে হামলা করেছে একদল দালাল। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর হাসপাতাল অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৬ ডিসেম্বর রাতে বানিয়াচংয়ের নেপাল দাসের কন্যা বিউটি দাস বিষাক্রান্ত অবস্থায় সদর হাসপাতালে আসে। এ সময় কৌশলে মায়ের হাসি ও দি মাউন্ট এভারেষ্টের দালাল পুলক দাশসহ আরও কয়েকজন ওই রোগীকে তাদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এ সময় রাকিব রোগীর অবস্থা আশংকাজনক বললে দালালরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে দেখবে বলে ওই রোগীকে তাদের সাথে নিয়ে যায়। সেখানে নিয়ে যাবার পর ওই রোগীর মৃত্যু হয়। পরে পুলিশকে না জানিয়ে তড়িগড়ি করে রোগীকে বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে তার দাহ সম্পন্ন হয়। এ ছাড়া পুলকসহ অন্য দালালরা প্রায়ই রোগীদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। এতে ইন্টার্নী রাকিব বাঁধা দিলে তারা আরও ক্ষিপ্ত হয়। গতকাল ওই সময় রাকিব জুম্মার নামাজ পড়ে হাসপাতালের গেইটের সামনে আসলে পুলকসহ একদল দালাল তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দালাল চক্র পালিয়ে যায়। রাকিবকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ইন্টার্নীরা বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার আব্দুল মুমিন চৌধুরী জানান, বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসে এসে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর