,

২নং পুলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ট্যাভেলস

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ট্যাভেলস। এগুলোর নেই কোনো বৈধ কাগজপত্র ও ট্রেড লাইসেন্স। তবুও দেদারছে তারা এখানে বিভিন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ আছে, সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে সেখানে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে এসব কর্মকান্ড চালাচ্ছে। একদিকে সরকার যেমন, রাজস্ব হারাচ্ছে অন্যদিকে গ্রামগঞ্জ থেকে সহজ সরল লোকেরা এসে প্রতারিত হচ্ছে। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন এসব ট্যাভেলসে জেলার বিভিন্ন গ্রাম থেকে ৫ শতাধিক মানুষ আসেন পাসপোর্ট কিংবা বিদেশের টিকেট প্রসেসিংয়ের কাজে। কিন্তু অসাধু ট্যাভেলস ব্যবসায়ীরা কৌশলে তাদের কাছ থেকে সরকারি ফি ছাড়াও মোটা অংকের টাকা আদায় করে। তাদের বৈধ কাগজপত্র না থাকায় প্রশাসন তাদের লাগাম টানতে পারছে না। সাবেক পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশে ডিবির ওসি আল আমিনসহ একদল পুলিশ ওই এলাকার অবৈধ ট্যাভেলসগুলোতে অভিযান করে বেশ কয়েকজনকে আটক করে জাল কাগজপত্র জব্দ করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় এসব করে যাচ্ছে। বর্তমানে পুলিশের অভিযান না থাকায় তাদের দৌরাত্ম বেড়েই চলছে।


     এই বিভাগের আরো খবর