,

নবীগঞ্জের সবার প্রিয় মাহবুব স্যার আর নেই

মোঃ মুজাহিদ চৌধুরী : না ফেরার দেশে চলে গেলেন নবীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক নবীগঞ্জ জে.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এএলএম মাহবুব চৌধুরী। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ-বাহুবল আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর বড় ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। তাঁর মৃত্যুর সংবাদে উনার শিক্ষার্থী মহলসহ নবীগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ২.২০ মিনিটে নবীগঞ্জ জে.কে হাই স্কুল মাঠে তাঁর ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪টায় উনার নিজ গ্রাম বদরদি পূর্ব মাঠে ২য় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বানিয়াচং-আজমিরিগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খাঁন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক সাংসদ এমএ মুনিম চৌধুরী বাবু, সাবেক সংরক্ষিত আসনের এম.পি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নবীগঞ্জ পৌলসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, কুর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুটি মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুু ও মুরাদ আহমদ, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল ও লোকমান আহমদ খান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ কয়েক হাজার মুসল্লী জানাযার নামাজে অংশ গ্রহণ করেন।
মরহুম এএলএম মাহবুব চৌধুরী ব্যক্তিগত জীবনে একজন সদালাপী ও পরোপকারী মানুষ ছিলেন। দীর্ঘদিন নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর