,

পেঁয়াজ-রসুনের বাজারে আবার আগুন :: সবজির দামও চড়া

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলায় পেঁয়াজ-রসুনের বাজারে। সবজির মুল্যও আকাশছোঁয়া। প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা হচ্ছে অতিরিক্ত দাম আদায় না করার জন্য। কিন্তু এ আদেশ অমান্য করে অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের বেধে দেয়া মূল্য থেকে অতিরিক্ত দাম আদায় করছে।
শহরের বিভিন্ন বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, রসুন আড়াইশ থেকে ৩শ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিলো ১৫০ থেকে ১৮০ টাকা, দেশী পেয়াঁজ ১১০-১২০ টাকা কেজি, চিনি দেড়শ থেকে দুইশ টাকা, আদা ৪শ টাকা কেজি, সবজি প্রতি কেজি টমেটো ৮০-১০০ টাকা, কপি ৮০-১০০টাকা, সিম ৬০-৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা অর্থাৎ সকল ধরনের শীতকালিন সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। এ নিয়ে ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের প্রতিনিয়তই বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। ক্রেতারা বাজারে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর