,

হবিগঞ্জে কমেনি মাংসের দাম দেশীর নামে জার্সি গরু বিক্রি

স্টাফ রিপোর্টার : ঢাকাসহ সারাদেশে গরুর মাংসের দাম কমলেও হবিগঞ্জে রয়ে গেছে আগের মতোই। এতে করে ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। জানা যায়, হবিগঞ্জ শহরে গরুর মাংস পৌরসভার মূল্য তালিকা অনুযায়ী কেজি ৬৫০ টাকা। কিন্তু মাংস বিক্রেতারা ৭০০-৭৫০ টাকায় বিক্রি করছেন। তাও আবার এককেজি মাংসের সাথে হাড়, চর্বি ২ থেকে ৩শ গ্রাম দেয়া হয়। এ যেনো ক্রেতাদের সাথে প্রতারণা। তাছাড়া ভারতীয় ও জার্সি গাভীর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রেতারা দেশী গরু বলে অতিরিক্ত টাকা আদায় করেন।
সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলায় গরুর মাংস কেজি প্রতি ৬শ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু হবিগঞ্জে আগের মতোই রয়ে গেছে। এমনকি পৌরসভার নির্ধারিত তালিকাও তারা মানছেনা। প্রতিদিন ক্রেতাদের সাথে মাংস বিক্রেতাদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। সরেজমিনে ঘুরে, শায়েস্তাগঞ্জ দাউদনগর, ড্রাইভার বাজার, নতুন ব্রীজ, পুরানবাজার, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজারে অতিরিক্ত মুল্য রাখতে দেখা যায়। ক্রেতারা এ বিষয়ে অচিরেই মনিটরিংয়ের দাবি জানান।


     এই বিভাগের আরো খবর