,

আউশকান্দি বাজারে থেকে আসামী গ্রেফতার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২০ ডিসেম্বর রোজ বুধবার দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় আউশকান্দি বাজার থেকে পলাতক আসামী গ্রেফতার শিরোনামসহ দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে কিছু তথ্য প্রকাশ করেছে যা আদৌ সত্য নয়। প্রকৃত ঘটনা হলো আমি একজন ব্যবসায়ী। নবীগঞ্জের আউশকান্দি বাজারে দিয়া ফ্যাশনের স্বত্ত্বাধিকারী। আমি দীর্ঘদিন ধরে আউশকান্দি বাজারে সুনামেন সাথে ব্যবসা করে আসছি। আমি সিরাজগঞ্জের ব্যবসায়ী গোলাম সারোয়ারের গার্মেন্টস থেকে দীর্ঘদিন ধরে কাপড় ক্রয় করে আসছি। ব্যবসা করতে গিয়ে তার সাথে আমার অর্থ লেনদেন হয়। গত ৩১ অক্টোবর আমি সাড়ে ৯ লাখ টাকা পরিশোধ করেছি। কিন্তু গোলাম সারোয়ারের ছোট ভাই আক্তারুজ্জামানের সাথে আমার ভুল বোঝাবুঝি হয় এবং তিনি সিরাজগঞ্জ আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি যে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তা আমি অবগত নই। ১৯ ডিসেম্বর রাতে নবীগঞ্জ থানা পুলিশ আমাকে গ্রেফতার করে। বিজ্ঞ আদালত ২১ ডিসেম্বর আমাকে জামিন প্রদান করেন। কিন্তু একটি কুচক্রমী মহল সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য পত্রিকাগুলো আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ আজিজুল ইসলাম
স্বত্ত্বাধিকারী
দিয়া ফ্যাশন, আউশকান্দি, নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর