,

ভোট হচ্ছে জনগণের পবিত্র আমানত -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : ভোট হচ্ছে বাংলাদেশের জনগণের পবিত্র আমানত। শেখ হাসিনা সেই আমানতের নিরপত্তা দিয়েছেন; নির্বাচনে জয়লাভ করে দেশকে এগিয়ে নিয়েছেন। অন্যদিকেÑ বিএনপি সরকারে এসে জনতার অধিকার কেড়ে নিয়েছিল; তারা দেশকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে জনপ্রিয়তা শূণ্য হয়েছে। এখন পরাজয়ের ভয়ে আপামর জনতাকে ভোট প্রদান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সদর উপজেলার পইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তাই এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন। সভায় অন্যান্য বক্তারা পইল ইউনিয়নে সকল উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চান। পরে সভাস্থলে উপস্থিত নানা শ্রেণিপেশার হাজারো মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেছেন।
সভায় উপস্থিত ছিলেন এমপি আবু জাহির এর একমাত্র ছেলে ও আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল। তিনি বলেন, ‘আপনারা আমার বাবাকে এত ভালবাসেনÑ যা দেখে আমি আপ্লুত হয়েছি। আপনাদের সামনে না আসলে তা বুঝতে পারতাম না। আমার বাবা আপনাদের সেই ভালবাসার প্রতিদান দিতে দিনরাত খেটেছেন, অনেক উন্নয়ন করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে সামনে আরেকবার নৌকায় ভোট দিন। নির্বাচনী সভায় ব্যারিস্টার ইফাত জামিল এলাকার উন্নয়ন পরিকল্পনায় শিক্ষাখাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য এমপি আবু জাহির এর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান।
পরে এমপি আবু জাহির লোকড়া ইউনিয়নে ধল বামকান্দি পঞ্চায়েত কমিটির আয়োজনে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন। এছাড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ এবং অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
পৃথক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল দিনভর হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় এমপি আবু জাহির এর সমর্থনে শোডাউন বের করে নির্বাচনী প্রচারণা করেন।


     এই বিভাগের আরো খবর