,

নবীগঞ্জে আনন্দ নিকেতনের বার্ষিক প্রতিযোগীতার পরীক্ষা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জের একটি শিশু কিশোর শিল্প পরিবার আনন্দ নিকেতনের ৫টি বিভাগের বার্ষিক চুড়ান্ত পরীক্ষা গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সংগীতে ৯৫ জন,চিত্রাংকনে ৯২ জন, নৃত্যে ৮৩ জন, আবৃত্েিত ৫৪ জন, তবলায় ২৪ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে। আনন্দ নিকেতনের সভাপতি দিপংকর ভট্টাচার্য্য দেবুল এবং সাধারণ সস্পাদক পলাশ বনিক জানান প্রতিটি বিভাগের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে মেধার স্বীকৃতি সরুপ পুরস্কৃত করা হবে। জানাযায়, ২০০০ সালে শুরু হয়ে আনন্দ নিকেতনের অনেক কৃতি প্রতিযোগী ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে কৃতিত্বের স্থান করে নিয়েছে। ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগীতামূলক পরীক্ষা কেন্দ্র আনন্দ নিকেতন পরিদর্শন করেন, ইনাতগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, প্রভাষক কৃপেশ দেব, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রনব দেব, সহকারী সভাপতি হরিপদ দাশ, মোজাম্মিল শিকদার, মোহিত রঞ্জর ভট্টাচার্য্য, শৈলেশ কুমার দাশ, মিহির দাশ, অভিমুণ্য দাশ, ঝুমুর ভৌমিক, গৌতম দাশগুপ্ত, গোপাল সুত্রধর, রাহুল দত্তরায় সহ বিভিন্ন বিভাগের অভিভাবকৃন্দ।


     এই বিভাগের আরো খবর