,

নবীগঞ্জে পঞ্চাতের সিদ্ধান্ত না মানায় এক পরিবারকে সমাজচ্যুত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্টায় নবীগঞ্জে পঞ্চাতের সিদ্ধান্ত না মানায় এক পরিবারকে সমাজচ্যুত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে- তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও কাল্পনিক। যেমন- নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের ৩ ভাইকে সমাজচ্যুত করেছেন মাতব্বররা- জিয়াপুর গ্রামের লেপাস মিয়া, আরশ মিয়া, আশিক মিয়াসহ তাদের পরিবারকে সমাজচ্যুত করার সমালোচনার মুখে পড়েছেন জিয়াপুর গ্রামের মাতব্বরা বলেও উল্লেখ করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে- লেপাস মিয়া, আরশ মিয়া, আশিক মিয়া গং তাদের চাচাতো ভাইদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ এবং মামলা মোকদ্দমা রয়েছে। ওই বিষয়ে ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে জড়িয়ে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাও সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। ওই বিষয়ে জিয়াপুর গ্রামের মুরুব্বিয়ান কাউকে পঞ্চায়েত থেকে বাদ দেন নি বা সমাজচ্যুত করেনি। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। সংগত কারণে আমি ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
জিয়াপুর গ্রামবাসীর পক্ষে
মোঃ গিয়াস উদ্দিন, পিতা-মৃতঃ মোঃ আনোয়ার উল্লা
সাং জিয়াপুর, ৪নং ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর