,

২নং পুলে দুঃসাহসিক চুরি :: বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মালামাল লুট

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ২নং পুল তেঘরিয়া এলাকার নার্সের বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এমন ঘটনায় আতংক দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। চোরের দল তালা ভেঙ্গে ওই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুন ঝুমার বাসায় প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণ, নগদ ১ হাজার টাকা, মোবাইল ফোন, হেলমেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে এ অবস্থা দেখতে পান। এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে সাধারণ মানুষ জানিয়েছেন, শীত আসার সাথে সাথে শহরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে পুলিশের টহল নিয়মিত না থাকায় শহরের আশেপাশে চুরি বাড়ছে। গত কয়েকদিন আগে শহরের কয়েকটি দোকানেও চুরি হয়েছে। মাঝে মাঝে পুলিশ দুই একজন ছিচকে চোরকে ধরলেও মূলহোতারা ধরাছোয়ার বাইরে।


     এই বিভাগের আরো খবর