,

আল্লাহকে পেতে হলে তোমরা শিরক করো না :: সৈয়দ হাসান আসজাদ মাদানী

বানিয়াচং প্রতিনিধি : উপমহাদেশের আন্দোলন-সংগ্রামের সিপাহশালার, কুতবে আলম সৈয়দ হোসাইন আহমদ মাদানী (রহ.) এঁর দৌহিত্র হাফিজ মাওলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী বলেছেন, তোমরা যদি মহান আল্লাহকে পেতে চাও, তাহলে তাঁর সাথে শিরক করো না, জীবদ্দশায় মাতা-পিতার অবাধ্যতা করো না এবং মিথ্যা কথা বা মিথ্যা স্বাক্ষী দিওনা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বানিয়াচংয়ে ঐতিহাসিক সাগর দিঘির ঈদগাহ মাঠে সীরাতুন্নী (সা.) বিশাল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আল্লাহর রাস্তায় দান-খয়রাত করলে বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ক্ষেত্রে সমাজের অসহায়-দরিদ্র মানুষদের প্রতি সদয় দৃষ্টি রাখিও। মাওলানা শায়খ মখলিছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা শায়খ সিরাজুল ইসলাম এবং মাওলানা আবুল কাশেম এর যৌথ সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মুনাঈম, হাফিজ মাওলানা মুহসিন আহমদ, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান ও মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির উর্দু বক্তব্য বাংলায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুল জলিল ইউসূফী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ক্বারী ইউনূস আলী, মাওলানা আব্দুল অলি, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মাওলানা শাহ্ খলিল আহমদ, মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মুফতি আমির আহমদ, মুফতি আহমদ আলী, ক্বারী মুহসিন আহমদ, মাওলানা আবুল আহমদ, মাওলানা তাজ উদ্দিন আল হাবিবী, মুফতি ওয়াজিদ আলী সিদ্দিকী, হাফিজ শহিদুল ইসলাম, হাজী ইমরান আহমদ ও হাফিজ এনামুল হক প্রমুখ।


     এই বিভাগের আরো খবর