,

নবীগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষে প্রধান আসামি নাজিম গ্রেফতার

জুয়েল চৌধুরী

নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশে একদল পুলিশ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় নেয়া হয়।
প্রসঙ্গত, নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের দু’টি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে এক কমিটির আহ্বায়ক নাজিম উদদৌলা চৌধুরী অপর কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেলের মাঝে বিরোধ চলে আসছিলো। কয়েকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওইদিন সন্ধ্যায় বাজারে একটি সালিশে যান একপরে আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। সালিশ থেকে ফেরার পথে অপরপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে তার পরে নেতাকর্মীরা ছুটে এসে পাল্টা হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলায় রুবেল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করা হয়। এ ঘটনার পর থেকে রুবেলের পরে নেতাকর্মীরা বাজারে অবস্থান নিলে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। রাতে অপরপরে আহ্বায়ক নাজিম উদদৌলা চৌধুরীর একটি মোটরসাইকেলে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মামলা হলে পুলিশ নাজিমকে আটক করে।


     এই বিভাগের আরো খবর